বানিয়াচং সংবাদদাতা
বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত আসামি কলেজ ছাত্রদল নেতা ফজলুল হাসান নাহিদকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই ফিরোজ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটককৃত নাহিদ বানিয়াচং সদরের বানেশ্বর বিশ্বাসের পাড়া শিক্ষক আব্দুল হাই’র পুত্র।
নাহিদের বিরুদ্ধে নাশকতার মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। কলেজের একটি মারামারির মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এস.আই ফিরোজ।
আটক নাহিদকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।