বড়লেখা সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় বিদেশ পাঠানোর নামে এক তরুণীকে (১৯) ধর্ষণ করেছে দুই দালাল। অভিযোগ ধর্ষণের শিকার তরুণীর। বুধবার রাতে উপজেলার কেছরিগুলের দোকানটিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। তরুণীর ধর্ষণ মামলায় বৃহস্পতিবার পুলিশ ধর্ষক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের তরুণীকে মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসেবে চাকরী দেয়ার প্রস্তাব দেয় সোনাপুর এলাকার ইলিয়াছ আলীর ছেলে আব্দুর রহমান। বুধবার সন্ধ্যার পর আব্দুর রহমান বিদেশ পাঠানোর নামে তরুণীটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। রাত ৮টায় কেছরিগুল এলাকার দোকানটিলা নামক নির্জনস্থানে সহযোগি জামাল উদ্দিনকে নিয়ে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করে। রাতে দুই ধর্ষক নির্যাতিত তরুণীকে একটি রিকশায় তোলে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ধর্ষিতা আব্দুর রহমান ও জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা (মামলা নং-২২) করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামলার ২নং আসামী জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেন। সে পৌরসভার সোনাপুর এলাকার হারুন আলীর ছেলে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান তরুণী ধর্ষণ মামলার আসামী জামাল উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।