• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৬

তাহিরপুর সংবাদদাতা
প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার মামলার এক পলাতক আসামীকে সুনামগঞ্জ শহর থেকে সুমন মিয়া (২৪) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।  সে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের বীরনগরের জয়নগর গ্রামের রহমত আলীর ছেলে।  পুলিশ জানায়, উপজেলা জয়নগরের সুমন একই গ্রামের প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরেই ধর্ষণের অপচেষ্টা করে আসছিলো। থানায় মামলা দায়ের করা হলে সে এলাকা থেকে পালিয়ে যায়। থানার এসআই (উপ-পরিদর্শক) মুহিত একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করেন। থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, আসামীর বিরুদ্ধে গত তিন মাস পুর্বে থানায় মামলা হলে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। সুমন সুনামগঞ্জ শহরে আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।