সিলেট সুরমা ডেস্ক:::: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গোপন বৈঠককালে বোমাসহ জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন লক্ষীকুন্ডু গ্রামের আব্দুস সবুর খান (৫০), তালশার আদর্শপাড়ার মিজানুর রহমান দর্জী (৩০), গুড়পাড়ার নজরুল ইসলাম (৫০) ও বহরামপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর চৌধুরী জানান, ভোরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠককালে পাঁচটি বোমাসহ জামায়াতের চার কর্মীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।