• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিশু সুরক্ষায় হেল্পলাইন ১০৯৮

প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক:::: শিশু সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নাম্বারে ফোন করে যে কোনো ব্যক্তি শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন ও সামাজিক সুবিধা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। ইউনিসেফের উদ্যোগে এই সেবাটি পরিচালিত হবে। বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সুবিধা চালু করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, যখনই কোনো শিশু বিপদে পড়বে তারা ১০৯৮ এই নাম্বারে ফোন করে যে সাহায্যটা পাবে সেটা অনেক নিরাপদ হবে। হেল্প লাইনের অপব্যবহার করা হলে বা মিথ্যা তথ্য দেওয়া হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, অপরাধীদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেটা তারা জানবে। সেই সাথে যারা অপকর্ম করতে চাইবে তারা একটু ভীত থাকবে। এ ছাড়া খুবই ভয়ানক প্রকৃতির আসামিদের জন্য কারাগারগুলোতে কোর্ট রুম চালু থাকবে।