• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাভারের হেমায়েতপুর থেকে গাবতলী পযন্ত দীর্ঘ যানযট

প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক:::: সাভারের হেমায়েতপুর থেকে প্রায় ৬ কিলোমিটার গাবলতী পর্যন্ত দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। এতে মানুষ চরম দুভোর্গে পড়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকেই এই যানযটের সৃষ্টি হতে থাকে।

সাভারের ট্রাফিক পুলিশের ইনচার্জ ফারহাদ হোসেন জানান, গাবতলীর পর একটি গাড়ি বিকলের কারণে এই যানযটের সৃষ্টি। পাশাপাশি বৃষ্টির কারনে সাধারণ মানুষের ভোগান্তি কয়েকগুন বাড়িয়ে তুলেছে। যানযট নিরসনে আমরা কাজ করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

তবে প্রায় ৩ ঘন্টার পর সকাল ১১টার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।