• ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৬ হিজরি

নাগরী লিপি ও সাহিত্যের জন্য মোস্তফা সেলিম ইতিহাসে অমর হয়ে থাকবেন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৬

সিলেটি নাগরী লিপি ও তার সাহিত্য পুনরূদ্ধার করে লেখক, গবেষক ও প্রকাশক মোস্তফা সেলিম যে জাতীয় দায় শোধ করলেন, এজন্য ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। সিলেটের ইতিহাস-ঐতিহ্য চর্চায় ও প্রকাশনায় তার অনবদ্য ভূমিকা সিলেটের হাজার বছরের কৃষ্টি-সংস্কৃতিকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে বিরাট ভূমিকা রাখবে।  ২৩ অক্টোবর রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের লাভা পাসে শহরে তাকে প্রদত্ত এক গণসংবর্ধনায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ এসোসিয়েশন হলে গ্রেটার সিলেটি ইন স্পেন এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মামুন। অনুষ্ঠানের শুরুতেই সরোয়ার তমিজ উদ্দিনের পরিচালনায় নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাগরী লিপির নবযাত্রা’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল হক, মাশুক উদ্দিন, রমিজ উদ্দিন সরকার, সাংবাদিক মিনহাজুল আলম মামুন, সেলিম আলম, বকুল খান, নাজমুল ইসলাম নাজু, আবু জাফর রাসেল, লুৎফুর রহমান, ফয়জুর রহমান, আব্দুল কাইয়ুম সেলিম, আমিনুল হক লুৎফুর, নজরুল ইসলাম, আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিপার আহমেদ। সংবর্ধনার জবাবে মোস্তফা সেলিম বলেন, নাগরী লিপি ও সাহিত্য কেবল সিলেটবাসীর গর্বের বিষয় নয়, এটা সমস্ত বাংলা ভাষার মানুষের অহংকারের বিষয়। তিনি বলেন, সকল মহল নাগরী লিপি ও সাহিত্য পুনরুজ্জীবনের লক্ষে কাজ করলে একদিন হয়তো এটি ইউনেস্কো কর্তৃক হেরিটেজের স্বীকৃতি পাবে। বিজ্ঞপ্তি