সিলেট সুরমা ডেস্ক:::::: হাইতিতে ত্রাণ বিতরণ কালে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোরী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার দেশটিতে হারিকেনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বিশৃঙ্খলা দেখা দিলে এ ঘটনা ঘটে। জাতিসংঘ মিশন একথা জানিয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডামে-ম্যারির সমুদ্র বন্দরে বিকেলে কলম্বিয়ার একটি ত্রাণবাহী জাহাজ থেকে অতি প্রয়োজনীয় সহায়তা সামগ্রী নামানোর সময় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দিলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়।
হাইতিতে জাতিসংঘের মানবিক সাহায্য সমন্বয়কারী কর্মকর্তা মুরাদ ওয়াহ্বা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘হাইতির ন্যাশনাল পুলিশকে ত্রাণকার্যে সহায়তাকারী ব্রাজিলীয় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা রবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।’
হাইতিতে মন্থর গতিতে ত্রাণ সরবরাহের প্রতিবাদে লোকজন বিক্ষোভ করলে ন্যাশনাল পুলিশ সদস্যরা তাদের ওপর গুলি চালায়।
মুরাদ জানান, নিহত মেয়েটির বুকে একটি গুলি লাগে। আহত তিনজনের দেহেও গুলি লেগেছে।
এই ঘটনা সম্পর্কে জাতিসংঘ তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি।
ঠিক কোন পরিস্থিতিতে হতাহতের এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তিন সপ্তাহ আগে প্রলয়ঙ্করী ঝড়টি আঘাত হানে। এতে অন্তত ৫৪৬ জনের প্রাণহানি ও ১ লাখ ৭৫ হাজার লোক গৃহহীন হয়ে পড়ে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সম্প্রতি ঝড়ের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশটিতে জরুরি সহায়তা না পৌঁছানোয় দুঃখ ও হতাশা ব্যক্ত করেন।