সিলেট সুরমা ডেস্ক::::::::: রাজধানীর হাজারীবাগের একটি ট্যানারিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে আমিন ট্যানারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ওই ট্যানারির শ্রমিক।
নিহতের সহকর্মীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আজ সকালে ট্যানারিতে কাজ করার সময় কালাম নামের ওই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার সহকর্মী সরোয়ার হোসেন কালামকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।