• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শীর্ষ সন্ত্রাসী দ্বীপক গ্রেপ্তার হামলায় ৩ পুলিশ আহত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী জয় সরকার দ্বীপককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় হবিগঞ্জের যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দ্বীপক একই এলাকার বাবুল সরকারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দ্বীপককে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। হামলায় সদর থানা পুলিশের এসআই মিজানুর রহমান (৩০) ও এসআই সুমন চন্দ্র হাজরা (২৯) এবং এএসআই আক্তার হোসেন (৩৬) আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বীপক ছিনতাই, অপহরণ, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের ডজনখানেক মামলার আসামি। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা সহ বিভিন্ন থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলায় পলাতক আসামী দ্বীপককে আটক করা হয়।