• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুই গ্রামবাসির সংর্ঘষে আহত ৩০

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে ৩০জন আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুন নুর, সায়েদ মিয়া, কাজল মিয়া ও আহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাধাপুর গ্রামের কাজল মিয়ার বাড়ীর বৈদুতিক মিটার থেকে রাধাপুর গ্রামের সায়াদ মিয়া তার একটি ফার্মে বিদ্যুত সংযোগ নেয়। সম্প্রতি উক্ত মিটারের মোটা অংকের বকেয়া বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুতের লোকজন মিটার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। গতকাল সোমবার দুপুরে কাজল মিয়া বকেয়া বিল চাইতে সায়াদ মিয়ার বাড়ীতে গেলে দুজনের মধ্যে এ নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে উভয়ের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ী এসআই ধর্মজিৎ সিংহ জানান,সংর্ঘষের খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।