• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সড়ক দূর্ঘটনায় নিহত এক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

বাহুবল সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে গেদু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গেদু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উত্তর সুলতানশী গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সিএনজিচালিত অটো রিকশাটি মিরপুর থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাসের সাথে অতো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গেদু মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুপু কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান- সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেছেন।