গোয়াইনঘাট সংবাদদাতা
জাফলংয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম বিওপির নায়েক মো: ফরিদ মিয়া উপজেলার সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকার ১২৭৪ নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় এ মদগুলো উদ্ধার করেন। সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম ভারতীয় মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।