• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বন্দুকযুদ্ধে ভারতে পুলিশের গুলিতে ১৮ জন মাওবাদী বিদ্রোহী নিহত!!!

প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

 সিলেট সুরমা ডেস্ক:::: ভারতের অন্ধ্রপ্রদেশ-উড়িষ্যা রাজ্যের সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

সোমবার অন্ধ্রপ্রদেশ ও ওডিশার সীমান্তের কাছাকাছি একটি জঙ্গলে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় মাওবাদীদের শীর্ষ নেতারা একটি বৈঠকে মিলিত হবেন এমন খবর পেয়ে রোববার রাত থেকে অভিযান শুরু করা হয়েছিল। পুলিশ ধারণা করছে, বন্দুকযুদ্ধের সময় সেখানে সংগঠনটির শীর্ষ নেতা গাজারলা রবি ওরফে উদয়, বেঙ্গল সুধীর ও অনিল সেখানে ছিলেন। নিহতদের মধ্যেও তারা থাকতে পারেন।

গোপন বৈঠকের পর বিদ্রোহীরা সেখানে বিশ্রাম নিচ্ছিল বলে জানানো হয়।

এক কর্মকর্তা জানান, মালকানগিরির ১০ কিলোমিটার ‍ভিতরে মাওবাদী বিদ্রোহীদের একটি শিবির আক্রমণ করে নিরাপত্তা বাহিনী, ওই শিবিরে ৫০ থেকে ৬০ জন বিদ্রোহী একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য মিলিত হয়েছিল। বন্দুকযুদ্ধের পর এখন পর্যন্ত ১৮ জন মাওবাদীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল ও একটি এসএলআর উদ্ধার করা হয়েছে। উড়িষ্যার মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে মালকানগিরি অন্যতম। এ বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।