• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::::: আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রথমদিনে সচিবালয়ে ফুলেল শুভেচ্ছা সিক্ত  সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে আসেন ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রীও তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় কর্মকর্তারা একে অপরকে মিষ্টি মুখ করান।

উল্লেখ রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।