• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুচাই এলাকাবাসীর প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৬

কুচাই ইউনিয়নের যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়রের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে রবিবার রাত সাড়ে ৮টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী সৈয়দ আলী আযম মুকুল মিয়ার সভাপতিত্বে ও মো. রেজাউল করিম রাজনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, পূর্বশত্রুতার জেরে গুলজার আহমদ ইকবাল হোসেন মিঠুকে সমাজ ও আইনের চোখে অপরাধী বানানোর জন্যই মোগলাবাজার থানায় হুমকির কথা উল্লেখ করে সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরীর সূত্রধরে বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও স্থানীয় দৈনিকে মিঠুর বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রতিবেদন করে এলাকার সুনাম ক্ষুন্ন করেছেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় মিঠুর ছবিসহ সংবাদ প্রচার হওয়াতে কুচাই এলাকা তথা সমস্ত ইউনিয়নের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে রূপ নিয়েছে। এলাকার স্বাভাবিক পরিস্থিতি বিঘিœত হওয়ার পাশাপাশি কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর উপর দায়ের করা সাধারণ ডায়েরী ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কুচাই এলাকাবাসী। প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা আরো বলেন, মিঠু যুবলীগের সভাপতি, সে চুর ছিনতাইকারী নয়, থানায় গুলজার আহমদ কর্তৃক প্রদান করা সাধারণ ডায়েরীতে যা লিখা হয়েছে, তা নোংরামি ছাড়া আর কিছু নয়। গুলজার নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে যেসব কর্মকান্ড করছেন, তাতে এলাকার স্বাভাবিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, গুলজার আহমেদের দায়ের করা সাধারণ ডায়েরীর সঠিক তদন্ত করলে তা মিথ্যা প্রমাণিত হবে, গুলজার আহমদ নব্য শিল্পপতি হয়ে টাকার অপ-ব্যবহার করছেন বলেও তিনি মন্তব্য করেন বক্তারা।
প্রতিবাদ সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, রিপন আহমদ, এহতেশাম হাসান লয়েছ, সোনা মিয়া নুরু মিয়া, দিলাল আহমদ, ইছুব মিয়া, চুনু মিয়া, মানিক মিয়া, ওয়ারিছ আলী, নজমুল মিয়া, মহিউদ্দিন, লিলু মিয়া, জগরুর মিয়া, মানিক মিয়া, একলাল আহমদ, মুহিদ, সাদেক, আ. আলীম, বুলু মিয়া, হারুন, শামীম, রিমন, ফলিক, ফিরোজ, মতি মিয়া, সৈয়দ সদন মিয়া, বাতির মিয়া, লিটন মিয়া, সায়েক, জলিল, রাজু, মুকিত, শানুর, এখলাছ, রক্বি আলী, জামিল, আখতার, নিজাম, আনিসুর রহমান, জিতু মিয়া, ফজল আহমদ, উস্তার মিয়া, নাজিম মিয়া, সাবু, তুষার, আবুল মোল্লা, রাজুু, দবির, রুনু, আনহার, মাসুম, শিপু, জয়নাল, সাদেক আহমদ, শাহীন, দিলওয়ার, উস্তার আহমদ, সেলিম আহমদ, তকবীর, এলাই, সাকের, সামরান ছাবের, ইকবাল আহমদ, ভূট্রো, নাজিম, বাহার, ছমির মিয়া, আজির মিয়া, লিলু মিয়া, হায়দার মিয়া, দারা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি