• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাধবপুরে গাজাসহ আটক এক : ইয়াবা উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর বাস স্ট্যান্ড থেকে গাজাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে গাঁজা সহ এ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ।  তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ (এস আই) সোহেল রানা ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার বেলঘর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার বাদশা মিয়ার ছেলে নুর মিয়াকে (২০) ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। এসআই সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন একটি ব্যাগে করে গাঁজা পাচারের সময় তাকে গ্রেফতার করা হয় । অপরদিকে ,শুক্রবার সন্ধ্যায় এসআই সোহেল রানা গোপন সুত্রে খবর পেয়ে  উপজেলার জগদিশপুর ইউনিয়নের রসলপুর গ্রামের রফিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী পালিয়ে যায়।