স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজি অটোরিক্সা ও বাস শ্রমিকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে। সংর্ঘষ চলাকালে ইট-পাটকেল’র আঘাতে পথচারী ও শ্রমিক সহ ৫ জন আহত এবং ১০ টি গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে। আহতরা ভিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । প্রত্যক্ষদর্শীরা জানান,সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলের মূখ এলকায় গাড়ি রেখে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সিএনজি ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে সিএনজি (অটোরিক্সা ) শ্রমিকরা লাঠি সোটা নিয়ে বাস শ্রমিকদের উপর হামলা চালায় এতে সংর্ঘষের সূত্রপাত হয় । সংর্ঘষের খবর পেয়ে কেন্দ্রিয় বাস টার্মিননাল থেকে বাস শ্রমিকরা এসে সিএনজি শ্রমিকদের সাথে সংর্ঘষে বাধে ও ১০ টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে । এ সময় উভয় পক্ষের ইট পাটকেলের আঘাতে পথচারীসহ প্রায় ৫ জন আহত হন । এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান জানান,সিএনজি ও বাস শ্রমিকদের মধ্যে সংর্ঘষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। তবে যে কোন বড় ধরণের সংর্ঘষের আশংঙ্কায় ঐ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে । সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিনয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেন ,বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংর্ঘষের ঘটনা মিমাংসায় আমরা সচেষ্ট । তাই বাস শ্রমিক নেতাদের নিয়ে তা সমাধানের জন্য কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ ইউনিয়ন কার্যালয়ে উভয় সংগঠনের নেতৃবৃন্দ বসে তা সমাধান করবেন ।