• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুলিশে নিয়োগ : গোয়াইনঘাট উপজেলার চমক !

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৬

গোয়াইনঘাট সংবাদদাতা
বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে এবার চমক দেখিয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা। এ নিয়োগ পরীক্ষায় প্রথমবারের মতো গোয়াইনঘাট থেকে নিয়োগ পেয়েছেন ৩৯ পুলিশ সদস্য।
সিলেট জেলায় ১৮৪ পুলিশ সদস্যদের কোটায় গোয়াইনঘাট উপজেলা ৩৯ জন নিয়োগ পাওয়ায় গোয়াইনঘাট উপজেলাবাসীর মধ্যে উৎফুল্লভাব বিরাজ করছে।  জানা যায়, ২০১৬ সালে পুলিশ সদস্য নিয়োগে গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের মহিলা ও পুরুষ সদস্যরা নিয়োগ পেয়েছেন। উপজেলার রুস্তমপুর ইউনিয়ন থেকে নিয়োগ পেয়েছেন ৮ জন, পশ্চিম জাফলং ইউনিয়ন থেকে ১০ জন, পূর্ব জাফলং ইউনিয়নের ১০ জন, আলীরগাঁও ইউনিয়নের ২ জন, ফতেহপুর ইউনিয়নের ৪ জন, নন্দিরগাঁও ইউনিয়নের ৩ জন, তোয়াকুল ইউনিয়নের ১ জন ও ডৌবাড়ী ইউনিয়নের ১ জন নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্ত ৩৯ জন পুলিশ সদস্যদের মধ্যে মহিলা সদস্য রয়েছেন ৮ জন এবং পুরুষ সদস্য রয়েছেন ৩১ জন। গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার শেখ মইনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।  এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন জনান, যোগ্যতা ও মেধাসম্পন্ন ব্যক্তিরাই পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।