• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৬

মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর বাস স্ট্যান্ড থেকে  শনিবার বিকেলে  গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেলঘর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার বাদশা মিয়ার ছেলে  নুর মিয়াকে (২০) ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার  করেন। এসআই সোহেল রানা সত্যতা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  এদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার জগদিশপুর ইউনিয়নের রসলপুর গ্রামের রফিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।