শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। এতে অল্পের জন্য রক্ষা পায় রেকর্ডপত্র। গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে অজ্ঞাতস্থান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন জানান- অজ্ঞাতস্থান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনে ছড়িয়ে পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করায় নিকটবর্তী ভবনে থাকা ভূমি অফিসের রেকর্ডপত্র রক্ষা পেয়েছে। তবে এ ভবনের ভেতর কি ছিল, তা সঠিক করে বলতে পারবেন ভূমি অফিস কর্মকর্তা।
এদিকে, আগুন লাগার সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ও শত শত লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ভূমি অফিসে আগুন লাগার কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।