• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশেষ অভিযানে ৫১ জন আটক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে বিশেষ অভিযানে সন্দেহভাজন ও জিজ্ঞাবাদের জন্য ৫১ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২ পর থেকে গতকাল শনিবার ভোর পযর্ন্ত জেলা শহরের বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, শহরের বিভিন্ন বস্তি, ঝুপড়ি ঘর, ভাসমান অবস্থা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের দিনভর জিজ্ঞাসাবাদ করা হবে। যাদের কথাবার্তা সন্দেহমুলক হবে তাদের মামলা দিয়ে কারাগারে প্রেরণ ও বাকীদের ছেড়ে দেয়া হবে।