• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরিবহণ মালিক নেতাকে কুপিয়ে জখম

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৬

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুরের খেয়াঘাটে দোকানঘরে ঢুকে মালামাল লুটপাট, ভাংচুর, ও কুপিয়ে জখম করেছে পরিবহণ মালিক সমিতির নেতাকে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১১টায় হবতপুর খেয়াঘাটে আবুল কালামের মুদি দোকান ঘরে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের সুলতান মিয়ার পুত্র জহুরুল ইসলাম ও পাবেল মিয়ার সাথে পরিবহণ মালিক সমিতির নেতা ও ব্যবসায়ী কুদ্দুছ মিয়ার মধ্যে কথাকাটাকাটির জের ধরে ৮/১০ জনের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী মুদির দোকান ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে দোকানের মালামাল লুপাট,ভাংচুর ও গুরুতর জখম করে। এ সময় ব্যবসায়ী কুদ্দুছ মিয়াকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দাড়ালো অস্ত্র দিয়ে মাথায়,মুখে,হাতে,পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এ সময় দোকানের মালিক আবুল কালাম তাদের বাধা নিষেধ করলে তাকেও লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়দের সহায়তায় গুরুরত আহত ব্যবসায়ী কদ্দুছ মিয়া ও আবুল কালামকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গুরুরত আহত  কুদ্দুছ সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। এ ব্যাপারে  ব্যবসায়ী কুদ্দুছ মিয়ার পুত্র কয়ছর আহমদ বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো: হারুন অর রশিদ চৌধুরী জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । আসামীদের আটকের প্রানান্ত চেষ্টা চলছে।