• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ক্যান্সারাক্রান্ত অর্কের পাশে প্রবাসী ছাত্রলীগ নেতা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৬

শাবি সংবাদদাতা :: মরণব্যধি ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সেন্টু রঞ্জন দাস অর্কের সাহায্যে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা তালুকদার (ডন)। নিজস্ব উদ্যোগে তহবিল সংগ্রহ করে যুক্তরাষ্ট্র থেকে তার চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।  মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসারত অর্কের উপস্থিতিতে মায়ের হাতে শামসুজ্জোহা তালুকদারের পক্ষে তার ভাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ তালুকদার নগদ এক লাখ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বকুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সম্পাদক আল-আমিন রহমান। অর্কের চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর পরিবারের পক্ষে এতো বিশাল অংকের টাকা জোগার করা অসম্ভব। অর্থ সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই কাজ করছেন। এর মধ্যে প্রবাসী ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা তালুকদারের এই উদ্যোগ অন্যদেরও তার প্রতি সহযোগিতার হাত বাড়াতে নিঃসন্দেহে উৎসাহিত করবে। শামসুজ্জোহা তালুকদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি নিয়েছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে ভার্জিনিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি লাভের পর এখন এমফিল গবেষণা করছেন। একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার অধীন ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড শাখা সভাপতির দায়িত্বে রয়েছেন। মরণব্যধি ক্যান্সার থেকে একটি মেধাবী প্রাণ বাঁচাতে এভাবে সবাই এগিয়ে আসলে তাকে হয়তো হার মানতে হবে না। আবারও পরিবারের কাছে ফিরে আসবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পদচারণা পড়বে এই মেধাবী শিক্ষার্থীর। সহপাঠীদের সঙ্গে তিনিও পড়ালেখা শেষ করে দেশ গড়ায় অবদান রাখতে পারবেন। অর্কের জন্য আর্থিক সাহায্য পাঠাবার ঠিকানা- বিকাশ নম্বর: ০১৯২১৭২৯৩৯৯ (ব্যক্তিগত), ০১৭২২৮৯৯৭১৫ (ব্যক্তিগত) এবং ০১৯২৮৪০১২৬০ (ব্যক্তিগত)। এছাড়া ডাচ বাংলা মোবাইল অ্যাকাউন্ট নম্বর- ০১৭৭৫১৩১১৩১১। অর্কের ব্যাংক অ্যাকাউন্ট- মো. আবদুল জলিল, সঞ্চয়ী হিসাব নং- ১৮৬.১০৫.৯২৩৬, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, নরসিংদি শাখা। অর্ককে সহায়তা করতে যেকোনো যোগাযোগের জন্য তানজিল (৪১ তম ব্যাচ -ফার্মেসি) ০১৭২২৮৯৯৭১৫, এবং আব্দুল জলিল (৪২তম ব্যাচ -ফার্মেসি) ০১৯২৯৬৭৬৯৮৯ যোগাযোগ করা যাবে।