সিলেট সুরমা ডেস্ক ::::
ভারতীয় সকল টিভি চ্যানেল ও রেডিওর অনুষ্ঠান পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ) এ সিদ্ধান্ত নিয়েছে। পিইএমআরএ এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এ নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের কেবল টিভি ও রেডিও অপারেটররা ভারতের বলিউড সিনেমার কোনো গান, ছবি, খবর বা বিনোদনের কোনো অনুষ্ঠান প্রচার করতে পারবে না। এ নিষেধাজ্ঞা অমান্য করলে লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছে পিইএমআরএ। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে এক সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। ওই হামলার পরই ভারত এলওসিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে হুমকি দিয়ে রেখেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জের ধরেই পাকিস্তান সরকার ভারতীয় চ্যানেল নিষিদ্ধের এ সিদ্ধান্ত নিল।