
হবিগঞ্জ সংবাদদাতা :::: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ পাচারকারীকে আটক করেছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় মাধবপুর-মনতলা সড়কের শেউলিয়া ব্রিজ এলাকা থেকে ৭০ কেজি গাঁজা আটক করে। থানার এস আই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে পাচারকাজে জতিড় থাকায় উপজেলা শ্রীধরপুর গ্রামের আশ্রাফ আলীর ছেলে সফর আলী(৩৭), মৃত মস্তু মিয়ার ছেলে আঞ্জব আলী(২৮), রামনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে লিটন মিয়া(৩৮), চৈতন্যপুর গ্রামের মিয়াব আলী(৫০) ও গোপালপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে জানুকে (৩৮) আটক করে। পুলিশ জানায়, কারাগারে আটক শ্রীধরপুর গ্রামের মাদক বিক্রেতা কাউছারের ভাই ফয়সাল, পলাশ ও জুয়েল পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদিওর হোসেন জানান, এ ব্যাপারেব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।