হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে হামলা, ভাংচুর ও টাকা চুরির ঘটনায় পুলিশ কাউছার নামে এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাতে উপজেলার গোয়াছনগর গ্রাম থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বাদী হয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে প্রধান আসামী করে গোয়াছনগর গ্রামের নাজিম উদ্দিন সুন্দর আলীর ছেলে কাউছার (৩৪)সহ ৫ জনের নাম উল্লেখ মামলা রুজু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান,ম্যানেজিং কমিটির সভাপতি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য করতে চেয়েছিল। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এ কান্ড ঘটিয়েছে। পরিদর্শক (তদন্ত) সাাজেদুল ইসলাম জানান,গত বৃহস্পতিবার দুপুরে পারভেজ হোসেন চৌধুরীর নেতৃত্বে ৮/৯ জনের একদল লোক অতর্কিত বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের জিম্মি করে ফেলে। আলমিরার তালা ভেঙ্গে স্কুলের গচ্ছিত ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নেয়। মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল তছনছ ও ভাংচুর করে ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পারভেজ হোসেন চৌধুরী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে রেজুলেশন বই দেখা নিয়া সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।