• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৫৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৬

জৈন্তাপুর সংবাদদাতা ::: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ৫৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ জব্দ করেছে বিজিবি। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লালাখাল বিওপির হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় লালাখাল চা বাগানের মধ্যে হতে মালিক বিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করে। বিজিবি টহল দলের উপস্থিতি আচ করতে পেরে মাদক পাচারকারীরা মদ গুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় পাচারকারীদের খুঁজে বের করার প্রচেষ্টা চলছে। উদ্ধার করা মদের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৮৫,৫০০/- (পঁচাশি হাজার পাঁচ শত ) টাকা।