• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দৈনিক যুগভেরীর নিজস্ব প্রতিবেদক চয়ন জামান আর নেই

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক ::::   কুলাউড়ার শহরের পরিচিত মুখ লেখক, কবি ও তরুণ সাংবাদিক চয়ন জামান (৩৭) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকদের বরাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সহকর্মী সাংবাদিক ও সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের কুলাউড়া প্রতিনিধি এস আলম সুমন।
সুমন জানান, আজ শুক্রবার ভোর ৫টা ২৫ মিনিটে চয়ন জামান আইসিইউতে মৃত্যুবরণ করেন। একদিন আগে হার্ট ফেইলর হয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
চয়ন জামানের মৃতদেহ কুলাউড়ার জয়চণ্ডি ইউনিয়নের ঘাটকিয়া গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জানাজা শেষে তাঁর দাফন হবার কথা রয়েছে।
চয়ন জামান দৈনিক যুগভেরীর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত চয়নের পরিবারের স্ত্রী, বাবা মা ছিলেন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সবার ছোট।