সিলেট সুরমা ডেস্ক :::: দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার, অবৈধ দোকান পাট উচ্ছেদ, বাথরুমের ব্যবহারের উপযোগী করা, টার্মিনালের ড্রেন, কালবার্ট নির্মাণ, টার্মিনালের ভেতরে লাইটপোস্ট আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থাপন না করলে ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করবে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যালয়ে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের পরিচালনায় বক্তারা বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার সহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য কয়েক দফা সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি এবং ১৩ আগস্ট সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার আরেক দফা লিখিত আবেদন করা হয়। এরপর জেলা প্রশাসক ও সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা বাস টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন। কিন্তু দীর্ঘ দিন ধরে বাস টার্মিনালের বিভিন্ন সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সিলেট জেলা সড়ক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বাধ্য হয়ে সর্বস্তরের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব আবুল কালাম চেয়ারম্যান, জেলা মালিক সমিতির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মোঃ আব্দুর রহিম, নাজিম উদ্দিন লস্কর, মোঃ সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ কয়ছর আহমদ (মাখন), মো. শেকু আহমদ, আব্দুল গনি চৌধুরী, অর্থ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. নাজমূল মিয়া, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, শ্রমিক নেতা রুনু মিয়া, মানিক মিয়া, বাবরুল হোসেন বাবুল, মো. ইলিয়াস মিয়া, মো. সাজ উদ্দিন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি তেরা মিয়া, মালিক সমিতির দপ্তর সম্পাদক আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির পলাশ, সদস্য ফারুক মিয়া, শাহিন আহমদ, শ্রমিক নেতা ফজর আলী, মো. শাহজাহান প্রমুখ।