জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুরে দুই গ্রামের দুই পক্ষের মধ্যে নদীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামের জাবের মিয়াসহ কয়েক জন স্থানীয় নদীতে মাছ ধরতে যায়। এ সময় পার্শ্ববর্তী রাণীগঞ্জ ইউনিয়নের বলাইনগর গ্রামের কাচা মিয়ার লোকজন বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনায় শালিসি ব্যক্তিসহ উভয় কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহত শালিসি ব্যক্তি অটোমিল সরদার সেলিম মিয়া ও আলিম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত কাচা মিয়া, গউছ মিয়া, স্বপন মিয়া, দরছ উল্লাহ, আবেদা বেগম, আরিফ উল্লাহ, সুহেল মিয়া, রাজা মিয়া, আব্দুল আলীসহ অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।