স্টাফ রিপোর্টার ::::
সিলেট নগরীতে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে ডেল্টা হসপিটালকে আর্থিক জরিমানা করা হয়েছে।বুধবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর বিভিন্ন ক্লিনিক ও মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরবক্সটুলায় অবস্থিত ডেল্টা ক্লিনিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জিন্দাবাজারের দোকানগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় সতর্ক করা হয়। বেসরকারি মেডিক্যাল ও ক্লিনিক ল্যাব নিয়ন্ত্রণ আইনে একটি ক্লিনিকের ম্যানেজার ওয়াসিন বারিকে (৩০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, এএসপি (এপিবিএম) আবদুল কুদ্দুস ও ফায়ার সার্ভিস পরিদর্শক হুমায়ুন নাইম।