• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

একই সাথে দুই দোকানে চুরি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৬

শ্রীমঙ্গল  সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরস্থ মৌলভীবাজার রোডে দুই দোকানে একই সাথে চুরি সংঘটিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩ টায় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডের এক নাম্বার পুলের পাশে মাহবুব ট্রেডার্স এবং মীম স্যানিটারি এন্ড টাইলস দোকানে এই চুরি সংঘটিত হয়। দোকান দুটির উপরের টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে শুধু নগদ টাকা নিয়ে যায় চোর।
এই ঘটনায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব শেখ লুৎফর রহমান ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীমঙ্গল থানার পুলিশের এস.আই সফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, এর আগে ১৭ অক্টোবর দিবাগত রাতে শ্রীমঙ্গল চৌমুহনাস্থ স্যামসাং মোবাইল এর শো-রুমে চুরি সংঘটিত হয়।
শ্রীমঙ্গল চলিত সপ্তাহে দুই বার চুরির ঘটনা ঘটাতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ভয় দেখা দিয়েছে।