• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জাল স্ট্যাম্পসহ আটক দুই

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৬

কমলগঞ্জ  সংবাদদাতা :
র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২,২১৮ টি জাল স্ট্যাম্পসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরী নেতৃত্বে এএসপি খোরশেদ আলমসহ এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার গোপালনগর গ্রামের মৃত শকুমার দেবের ছেলে সুশীতল দেব (৫৪) ও নাতী সুজন দেব (২২)।
র‍্যাব জানায়, উপজেলা পরিষদের ১নং গেইটের বিপরীত পাশে সুশীতল দেবের দোকান এসএস স্ট্যাম্প ভেন্ডার থেকে জাল স্ট্যাম্পসহ তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তারকৃত আসামীদের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।