• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ডাকাতের মৃতদেহ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা ::  হবিগঞ্জ সদর উপজেলার সুতাং নদীর গোড়বই এলাকা থেকে কামাল মিয়া (৩৫) নামে এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কামাল উপজেলার রংগুরহাটি গ্রামের চান মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান- সকালে স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান- মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কামাল মিয়ার বিরুদ্ধে সদর থানায় ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে ।