সংবাদদাতা :: র্যাব-৯ এর অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৭টা নাগাদ র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে ও এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রানীগাঁও বাজার এলাকা থেকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নন,জি,আর/৪৯/১৫, ধারা-৪ বি,সি,এল এ্যাক্ট ১৯৪২(এ) এর পলাতক ওয়ারেন্টভূক্ত ১ আসামীকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর নাম জসিম উদ্দিন (২৫)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীগাঁও গ্রামের হাজী আঃ আউয়াল এর ছেলে। গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল বলে র্যাব জানায়। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।