সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে বাস চাপায় ঝাড়ু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত ঝাড়ু মিয়া উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার দ্বিগম্বর বাজার নামক স্থানে পৌছলে সিলেটগামী একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘাতক বাসটি আটক করা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।