সংবাদদাতা ::::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগান থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম অমৃত লাল রবিদাশ। সে শহরস্থ ভাড়াউড়া চা বাগানের তাপেস্বর লাল রবিদাশের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ অক্টোবর) এস আই মো. রফিকুল ইসলাম, এস আই মো. শফিকুল ইসলাম, এস আই মো. জাকির হোসেন এর নেতৃত্বে রাত ১১ টায় তাকে আটক করা হয়। আটক করার সময় তার হাতে থাকা পলিথিনের ব্যাগে মুড়ানো একটি ব্যাগ ১ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১১০০০ হাজার টাকা। অমৃত লাল রবিদাশ দীর্ঘ দিন ধরে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানসহ বিভিন্ন চা বাগানে গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছে। সাংবাদিকরা অমৃত লাল এর ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর সে চড়াও হয়। অমৃতলাল রবিদাশ এর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশোধনী/২০০৪ এর ১৯ (১) টেবিল ৭ (ক) ধারায় আইনে মামলা করা হয়েছে। শ্রীমঙ্গল থানার মামলা নং ১১।