• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পৃথক স্থানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কিশোর- কিশোরী গুরুতর আহত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৬

সংবাদদাতা :::: নবীগঞ্জে বিদুৎতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয়েছে কিশোর- কিশোরী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানাযায়, উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িসাইল গ্রামের সনাতন ধর্মের শারদিয় দূর্গা পূজা উপলক্ষে একই গ্রামের পূজা মন্ডপে পূজা দিতে যায় ওই গ্রামের রবিন্দ্র দাশের কন্যা ইপি দাশ (১৫), মন্ডপে বিদ্যুৎতের লাইটিং ক্যাবলের তারটি হঠাৎ তার মাতায় জড়িয়ে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে অন্যান্য পূজারিরা তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অপরদিকে নবীগঞ্জের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার কালাইনসজুড়া গ্রামের সৈয়দ জুনেদ মিয়ার পুত্র কামরান মিয়া (৯) তার নানা বাড়ি নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে আসে। গতকাল সোমবার দুপুর অনুমান ১টার দিকে বৃষ্টি আসলে তার নানার ঘরের টিভির চুইস বন্ধ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়। পরে তাকে উদ্বার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।