সংবাদদাতা :::
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় কতৃক সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে “কাজ চাই ভাত চাই, জাফলং পাথর কোয়ারি সচল চাই” এই শ্লোাগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মামার বাজার পয়েন্টে ঘন্টাব্যপী অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহন করে জাফলংয়ের পাথর কোয়ারি সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের প্রায় কয়েক সহস্রাধিক মানুষ। মানব বন্ধন শেষে জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি উস্তার মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নাজিম এবং জাফলং ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি আবু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, জাফলং আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, লিটন মিয়া, জাফলং ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, ব্যবসায়ী নজরুল শিকদার, আলাউদ্দিন, পূর্ব জাফলং শ্রমিক লীগের সভাপতি ফরহাদ আলী, জাফলং বল্লাঘাট শ্রমিক সমিতির সভাপতি আব্দুছ শহিদ, সম্পাদক আব্দুস ছালাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিয়াকত মিয়া, তামাবিল কয়লা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি বাচ্চু মিয়া, মিজানুর রহমান হেলোয়ার, তোয়াক্কুল কলেজের প্রভাষক লোকমান শিকদার, যুবলীগ নেতা নান্নু মিয়া, শামিম আল মামুন মনির, শ্রী শেরগুল গোসাই, বন্ধন সমাজ কল্যান যুব সংঘের সভাপতি জুবের আহমেদ, প্রজন্ম জাফলং এর সভাপতি রিপন আহমেদ, মোহাম্মদপুর বেলচা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হেলাল মিয়া, জাফলং পর্যটন কেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি হোসাইন ইসহাক। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের কয়েক সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন অনতি বিলম্বে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের উৎস ও রুটি রুজির একমাত্র পাথেয় জাফলং পাথর কোয়ারির অচল অবস্থা সচল করে দিতে হবে। অন্যথায় আগামী ২১ অক্টোবর থেকে বৃহত আন্দোলনের মাধ্যমে পুরো সিলেটকে অচল করে দেয়া হবে। এদিকে জাফলংয়ের বাংলাবাজারে পৃথক মানববন্ধনে অনুষ্টিত হয়। জাফলং ইঞ্জিন নৌকা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মোঃ সামসুল হক, মোঃ ইব্রাহিম এছাড়াও অংশ নেয় সকল শ্রেণীর নেতৃবৃন্ধসহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন্