সংবাদদাতা ::: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক সপ্তাহ ধরে দুই স্কুল ছাত্র নিখোঁজ রয়েছেন। ফলে এ দুই পরিবারে বিরাজ করছে অজানা শঙ্কা।
নিখোঁজ মো. মঈন উদ্দিন উপজেলার বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে স্থানীয় রগারপাড় গ্রামের ইনছাব আলীর ছেলে।
এছাড়া একই গ্রামের আব্দুল করিমের ছেলে লায়েকও একই দিন থেকে নিখোঁজ রয়েছে। সে নেতরছই আনন্দ স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ত।
নিখোঁজ দুই জনের সন্ধান পেলে নি¤েœাক্ত নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আব্দুল করিম- ০১৭২৬ ৮৮৬৭৬৮, ইসলাম- ০১৭৫৯৮৬১৪১৮, লুৎফুর- ০১৭২৩ ৫৯৭০৬৪ এবং ০১৯৮২ ১০০১০০।