• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে চা শ্রমিকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৬

সংবাদদাতা ::: কমলগঞ্জের মাধবপুর চা বাগানে বিদ্যুতায়িত হয়ে জগদিশ রাজভর (৫৮) এক চা শ্রমিকের মুত্যৃ হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাধবপুর চা বাগানের দক্ষিণপাড়া শ্রমিক বস্তীতে এ ঘটনাটি ঘটে। মাধবপুর চা বাগান সূত্রে জানা যায়, চা শ্রমিক জগদিশ রাজভর নিজের প্রয়োজনে বসত ঘরের পাশের একটি গাছ কাটতে গেলে গাছটি বৈদ্যুতিক তারের উপর পড়ে। পরে পড়ে থাকা তারের উপর থেকে গাছের ডালপালা কাটতে গেলে বৈদ্যুতিক তার জগদিশ রাজভরের হাতের কুনইয়ে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত চা শ্রমিক জগদিশ রাজভর মাধবপুর চা বাগানের দক্ষিণপাড়া শ্রমিক বস্তির বাসিন্দা। সে দুই সন্তানের জনক। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কমুার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ঘটনাটি তিনি জানেন না। তবে খোঁজ নিয়ে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করবেন।