• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

র‍্যাবের অভিযানে পলাতক ২ আসামী আটক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৬

সংবাদদাতা ::: র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল কুমিল্লা জেলার সদর থানাধীন মোঘলটুলি এলাকা থেকে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৬ অক্টোবর) রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসপি খোরশেদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিপন (৩৫) ও ডাকাতি প্রস্তুতি মামলার এজাহার নামীয় আসামী রুমেল (২৪)। শিপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পূর্বকালেঙ্গা এলাকার ছাদির মিয়ার পুত্র। আর রুমেল কমলগঞ্জের মধ্য কালেঙ্গার মৌলভী কেরামত আলীর পুত্র। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে কমলগঞ্জ থানা এবং এজাহার নামীয় পলাতক আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।