লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে গত ১১ অক্টেবার মঙ্গলবার দিনব্যাপী নগরীর মজুমদারীস্থ আহমদ ভিলায়, দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, এয়ারপোর্ট বড়শালায় আহমদ হাউজিংয়ে পৃথক পৃথক ভাবে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন মিসেস হেলেন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সেলিনা বাছিত পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন নাজনিন হোসেন, লায়ন আসমা কামরান, লায়ন বাবলী চৌধুরী, লায়ন বিলকিস নূর, লায়ন মাহমুদা সুলতানা প্রমুখ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিসেস হেলেন আহমদের ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার গাছের চারা উপরোক্ত স্থানগুলোতে রোপন করা হবে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার ফল মারাত্মক। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী অত্যন্ত জরুরী পদক্ষেপ। সমাজের সকল শ্রেণীর মানুষকে বৃক্ষরোপনের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা আর্তমানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি বৃক্ষরোপণেও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি