শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত ও টাস্ক ফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক ও সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পাল এর নেতৃত্বে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত ও টাস্ক ফোর্স এর অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের অপরাধে রেলওয়ে আইন ১৮৯০ এর ১১২ ধারায় ১৮ জনকে ১৭৫০ টাকা এবং প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৪ ধারায় ৪ জনকে ৬২০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অভিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ রেলওয়ে পুলিশ ও ৪৬ বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।