সিলেট সুরমা ডেস্ক::::::::::::: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজারে ট্রাকচাপায় আসিফ খান (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ খান সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার দুপুরে আসিফ খান সরোজগঞ্জ বাজারে বন্ধুর সঙ্গে দেখা করে সাইকেল নিয়ে ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি আলমসাধুতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।