• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দুই ভুয়া ডাক্তারের জেল জরিমানা

প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৬

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে এস এম সেলিম ও এম এ মান্নান নামের দুই ভুয়া ডাক্তারকে জেল ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসমানীনগর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী এই দুই ডাক্তারকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেল ও জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শওকত আলী জানান, ডাক্তারি ডিগ্রির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় উপজেলার গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের শাহজালাল মেডিসিন সেন্টারের ডাঃ এস এম সেলিম ও সুমন ফার্মেসীর ডাঃ এম এ মান্নান কে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিভিল সার্জন কার্যালয়ের স্যানেটারী ইন্সপেক্টর ¯িœগ্নেন্ধু সরকার ও ওসমানীনগর থানার এস আই মহিবুর রহমান ও এসআই মিজানুর রহমান।