সংবাদদাতা ::: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক মালদ্বীপ প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (১২ অক্টোবর) গভীর রাতে উপজেলার চানপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করেছেন ওই নারী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের রুয়েল মিয়া দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর ভাসুরের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনাটি তারা স্থানীয় মুরুব্বীদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুয়েল মিয়া ওই নারীর ভাসুরের মেয়েকে চড়-থাপ্পড় মারে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে বুধবার দিবাগত রাতে রুয়েল ও চানপুর গ্রামের শাহ আলমসহ অজ্ঞাত কয়েকজন যুবক মালদ্বীপ প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে হাত-মুখ বেঁধে ও গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই নারী জানান, ধর্ষকরা ঘরে ঢুকে তাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে ওড়না দিয়ে হাত, মুখ ও গলা বেঁধে ফেলে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বাতেন খাঁন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।