• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জঙ্গি সাইফুরের বাবা ছাতক থেকে আটক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৬

সংবাদদাতা
গাজীপুরের অভিযানে নিহত ‘জঙ্গি’ সাইফুর রহমান ওরফে বাবলুর বাবা মতিউর রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে ছাতক থানা পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশিদ জানান, ছেলে নিখোঁজের বিষয়টি পুলিশকে না জানানোয় জিজ্ঞাসাবাদের জন্য মতিউর রহমানকে আটক করা হয়েছে। এর আগে সাইফুরের বাবা গণমাধ্যমকে জানিয়েছিলেন, দুই মাস আগে হঠাৎ করেই তাঁর ছেলে সাইফুর নিখোঁজ হন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে তিনি বিষয়টি স্থানীয় খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে রাখেন।