• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জঙ্গি অর্থায়নের দায়ে ব্যবসায়ী মনজুর এলাহী গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক :::: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীর উত্তরা থেকে জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে মনজুর এলাহী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মিজানুর রহমান ভূইয়া খবরের সত্যতা স্বীকার করে  বলেন, নব্য জেএমবি নেতা মনিরুজ্জামান মাসুদকে এই ব্যবসায়ী অর্থ সহযোগিতা দিয়েছিল। র‌্যাবের কর্মকর্তা লে. জেনারেল মিত্তা উদ্দিন আহমেদ জানান, তৈরি পোশাক ব্যবসায়ী মনজুর এলাহী জঙ্গিদের দেশব্যাপী কার্যক্রম পরিচালনার জন্য ৫ লাখ টাকা অর্থায়ন করে। র‌্যাব সদস্যরা মনজুর এলাহীকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে ৭ নং বাসা থেকে গত রাত ১০টায় আটক করে।
তিনি বলেন, মনজুর চট্টগ্রামের নিজামুদ্দীন রোডের ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ থেকে মনিরুজ্জামান মাসুদের একাউন্টে ৪ লাখ টাকা এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে নগদ ৮০ হাজার টাকা প্রদান করে। মিত্তা উদ্দিন আহমেদ জানান, মনজুর এখন র‌্যাবের হেফাজতে রয়েছে।